নিজস্ব প্রতিবেদক: গত ২৭ জুলাই প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে চরতী ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি ঘোষনা করেন সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি
সোহরাব হোসেন মিন্টু , এ সময় তিনি সাংবাদিকদের উদ্যেশ্য বলেন,আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা কে বিপুল ভোটে জয়যুক্ত করতে,তারুণ্যের উচ্ছ্বাস কে মাথায় রেখে সাবেক ছাত্র নেতাদের এবং তরুণদের কমিটিতে রাখা হয়েছে,
সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন।
এখন তরুনদের যোদ্ধের সময়,সাম্প্রতিক বিএনপি জামাতের আগুন সন্ত্রাস কে মোকাবেলা করতে এমন তরুনদের দায়িত্ব দিয়েছি। এ সময় চরতী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা,প্রবীন আওয়ামিলীগ নেতার কাছে জানতে চাইলে মুস্তাকিম চৌধুরী বলেন,নতুন কমিটিতে যারা এসেছেন সবাই তরুণ সুতারং যারা কমিটি দিয়েছেন। উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক, তারা এই তরুণদের কাজে লাগালে দলের জন্যে, আগামীতে আর ও ভালো নেতৃত্ব উঠে আসবে,তারা ও ভালো কাজ করবে আশা করি।
চরতী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মাষ্টার আমিন বলনে,নবগঠিত কমিটির সকলে আওয়ামীলীগ পরিবারের সন্তান,তারা সবাই সাবেক ছাত্র নেতা এবং যুব নেতা,আশা করি তারা আগামী জাতীয় সাংসদ নির্বাচনে নৌকার বিজয়ে অগ্রনি ভুমিকা রাখবে,এবং তাদের মধ্যে আমি জাতির পিতার আদর্শ লালন করতে দেখেছি।
চরতী ইউনিয়ন তাঁতীলীগের সাবেক সভাপতি ১ নং চরতী ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন বলেন,যারা কমিটিতে এসেছেন তারা আশা করি জননেত্রী শেখ হাসিনারর আদর্শ কে লালন করে পরবর্তী প্রজন্মের মাঝে বিলিয়ে দিবেন আশা করি।
এ সময় আমাদের প্রতিনিধি ফোন করলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুদ্দিন খালেদ জানান,এলাকায় গতকাল থেকে ১০০ কেজি মিষ্টি বিতরণ হয়েছে বলে শুনেছি নতুন কমিটি ঘোষনা হওয়াতে
যারা কমিটিতে এসেছেন অনেকে আমার রাজনৈতিক সহযোদ্ধা,তাদের সুযোগ করে দেওয়ায় আমি সভাপতি সোহরাব ভাই এবং মহিউদ্দিন ভাইয়ের রাজনৈতিক দুরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে মনে করি,কারন আগামী সাংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং এই নির্বাচনে তরুণদের ভুমিকা অতুলনীয় থাকবে ।

															
								




