পড়া হয়েছে: ৫০
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. দুলাল (৩৫) নামে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতরা করে মেডিকেল ফাঁড়ি পুলিশ।
কুমিল্লা জেলারা কচুয়া থানা এলাকার দৌপাট্টিস্থ শহীদ মেস্তীরর বাড়ীর মৃত সিরাজের ছেলে মো. দুলাল। সে বর্তামানে চট্টগ্রাম নগরীর ২ নাম্বার গেইট এলাকার আকবরের ভাড়া বাসায় থাকেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩নং গাইনী ওয়ার্ড থেকে ওই দালালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়।
চমেক হাসপাতালের দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমআর