চমেক হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মূল ভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজন মারা গেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা এলাকার রহিম উদ্দীন বাড়ির ভোলা মিয়ার ছেলে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের এক স্বজন চমেক হাসপাতালের ছয় তলায় গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে গিয়ে সেখান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ তিনি পড়ে যান।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, সিঁড়ি দিয়ে নামার সময় ওই ব্যক্তি পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top