চমেকে মর্গ কর্মচারীদের মারামারিতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুই মর্গ কর্মচারীর মধ্যে মারামারির ঘটনায় মো. ইলিয়াস (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ৭টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সমীরণ কান্তি নাথ নামে মর্গের আরেক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কথাকাটাকাটির জেরে মারামারিতে ইলিয়াস নামে এক মর্গ কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সমীরণ নামের মর্গের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চমেক মর্গের অফিস সহায়ক ইলিয়াসের সঙ্গে রোববার সন্ধ্যায় মর্গের সামনে সমীরণের কথাকাটাকাটি হয়। এসময় সমীরণ ইলিয়াসকে ধাক্কা দেন। এতে মাথায় গুরুতর আঘাত পান ইলিয়াস। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার জরুরি অপারেশন করেন চিকিৎসকরা। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Scroll to Top