নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৬৭তম বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। এমতাবস্থায় মেডিক্যালে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্য।
জানা গেছে, সাস্কৃতিক অনুষ্ঠানে ঢুকতে না পেরে অনুষ্ঠানস্থল লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে কিছু বহিরাগত। এতেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো মেডিক্যাল জুড়ে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টের আয়োজন করেছে। বহিরাগতরা ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে গেট বন্ধ করে দেওয়া হয়। এতে বাইরে থেকে ঢিল ছুঁড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এ মূহুর্তে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ