চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণে এক বিদ্যুৎ বিভাগের টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টেকনিশিয়ানের নাম শওকত ওসমান (২৮)। তিনি পতেঙ্গা বিজয় নগর এলাকার বাসিন্দা। আহতরা বাকি ২ জন তানভীর ও মেসকাত তারা পিডিবির আউটসোর্সিং টেকনিশিয়ান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকালে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের ছয়তলায় এসির বক্স লাইনের মেরামত কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এতে তিনজন দগ্ধ হন। তাঁদের দ্রুত ক্যাজুয়ালটি ও পরে বার্ন ইউনিটে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ অবস্থায় তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করার পর শওকতে ওসমান মৃত্যু হয়। অন্য দুইজনের অবস্থাও গুরুতর।
চমেকের প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে হাসপাতালের গাইনি ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে শওকত বিস্ফোরণের সময় ৭ তলা থেকে পড়ে গিয়ে আহত হন বেশি। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায় এবং গুরুতরভাবে মাথায় ইনজুরি হয়। আইসিইউতে পাঠানো হলে দুপুর ৩ টায় তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ