চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের উস্কানিদাতা হিসেবে শনাক্ত হওয়ার পর বহিষ্কার করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।
আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়— বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে বলতে শোনা গেছে — উদয় কুসুম বড়ুয়া জোবরা গ্রামের ভিতরে একটি রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে গ্রামবাসীদের প্রতিরোধের ডাক দেন। এছাড়া যেসব ছাত্র জোবরা গ্রামে হামলা করেছে তাদের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জোবরাবাসীদের এক হতে বলেন। পাশাপাশি তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত জোবরা গ্রামের মধ্যখানে দিয়ে চবিতে যাওয়ার রাস্তা বন্ধ করারও হুমকি দেন।
উল্লেখ্য, এক নারী শিক্ষার্থীর গায়ে হাত তোলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে প্রো ভিসি (প্রশাসন) কামাল উদ্দিনসহ অন্তত দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার মধ্যরাতে টানা চারঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে দেশিয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। এসময় শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ