চবির সবুজ ক্যাম্পাসে মাদকের ছড়াছড়ি, ৭২ পয়েন্ট শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মাদক সেবনের ৭২টি পয়েন্ট চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব পয়েন্টে শিক্ষার্থীর পাশাপাশি বহিরাগতরাও মাদক সেবনের করছেন। আর এসব মাদক ক্যাম্পাসে প্রবেশের বিভিন্ন চ্যানেল থাকার সম্ভবনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন, সংঘাত ও সংঘর্ষসহ সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীন আকতার। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গিয়ে মাদক গ্রহণের ৭২টি পয়েন্ট চিহ্নিত করেছি। ধারণা করছি কিছু চ্যানেল হয়ে ক্যাম্পাসে মাদকদ্রব্য আসে। আমরা কাজ করেছি যাচ্ছি, এমন চ্যানেল থাকলে সেগুলোও চিহ্নিত করা হবে।

তিনি বলেন, মাদকাসক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমরা সব আবাসিক হলে তল্লাশি চালাব। বারবার তারাই ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ, শিক্ষক সমিতির চার সদস্যসহ বিভিন্ন হলের প্রভোস্টরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top