পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে লিংকন দেবনাথ (২২) নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পশ্চিম ছড়ারকুল বালুর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিংকন দেবনাথ চৌধুরীহাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ির বাসিন্দা।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, নিহত লিংকন চৌধুরীহাট এলাকার একটি ফার্মেসিতে চাকরি করতেন। রাতে রেললাইন ধরে বাড়িতে যাওয়ার সময় নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে চবি অভিমূখী শাটল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এসএ