চাটগাঁ নিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার আগেই স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১ ডিসেম্বর আর ২ জানুয়ারি থেকে পরীক্ষা।
রবিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম ভর্তি পরীক্ষার সময়সূচি জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ-ইউনিটের পরীক্ষা হবে আগামী বছরের ২ জানুয়ারি, বি-ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি, সি-ইউনিট ৯ জানুয়ারি এবং ডি-ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া উপ-ইউনিটগুলোর মধ্যে ‘বি-১’ ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি-২’ ইউনিটের ৬ জানুয়ারি এবং ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এ, বি, সি ও ডি ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে উপ-ইউনিটের পরীক্ষাগুলো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (রোববার) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনো এইচএসসির ফল ঘোষণা হয়নি, তবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখের আগেই ঘোষণা করা হবে। সেটা মাথায় রেখেই ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। যথাসময়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
চাটগাঁ নিউজ/এসএ