চবির ভর্তি পরীক্ষা শুরু কাল, আসনপ্রতি লড়বেন ৮৯

‘এ’ ইউনিট

চাটগাঁ নিউজ ডেস্ক: বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১ মার্চ)।

এছাড়াও আগামী ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বি-১ উপ-ইউনিটের পরীক্ষা ১০ মার্চ, বি-২ উপ-ইউনিটের পরীক্ষা ১১ মার্চ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৮৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১ হাজার ৩৯৩, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছে ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া বি-১ উপ-ইউনিটে ১হাজার ৯১১ জন, বি-২ ৩ হাজার ৬৭০ জন এবং ডি-১ এর জন্য আবেদন করেছে ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। যা গত বছরে ছিলো ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top