চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি হার ৯২ দশমিক ৭ শতাংশ।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় পরীক্ষা শুরু হওয়া এই পরীক্ষা চলে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম তিনটি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ৬৩ হাজার ৭৯৪ জন। ঢাকা কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৩ শতাংশ, রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ৯৩ দশমিক ৫৪ শতাংশ এবং চট্টগ্রাম কেন্দ্রে উপস্থিতির হার ৯১ দশমিক ৫৪ শতাংশ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান এসব তথ্য দিয়েছেন।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ছাড়া) সাধারণ আসন সংখ্যা ৬৯০টি। এই অনুষদের আওতায় ১২টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট রয়েছে। মোট আবেদনের বিপরীতে প্রতি আসনে পরীক্ষায় বসে প্রায় ১০০ জন ভর্তিচ্ছু৷
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর রাখা হয়েছে। পাস করতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নম্বর পেতে হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ







