চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুর ১২ টা থেকে চবির কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। এতে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেয় ২১ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় আবেদনকারী সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৭১ হাজার ২৪০ জন।
এদিকে আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে বি-১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নিবে ১ হাজার ৯১১ জন শিক্ষার্থী। ১১ মার্চ অনুষ্ঠিত হবে বি২ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নিবে ৩ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। উপ ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আয়োজন করা হবে।
১৫ মার্চ ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ২১ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৮৮৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৮৬৮ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।
২২ মার্চ অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নিবেন ৬০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ২৪ হাজার ৭৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ৫১২ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৯৩২ জন শিক্ষার্থী।
২৪ মার্চ অনুষ্ঠিত হবে ডি১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা শুরু হলে বিভিন্ন অনুষদে পরীক্ষা পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। পরিদর্শন শেষে চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র বা ভর্তি জালিয়াতি রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ