চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ২০ শতাংশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২০ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী।

রবিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। এতে পাশ করেছেন ১২ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী। অনুত্তীর্ণের হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১ টি। এর বিপরীতে আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। তবে, তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন।

গত ৮ মার্চ (শনিবার)  তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আগামী ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হবে চবির এবারের ভর্তিযুদ্ধ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top