চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব নিয়েছেন চবির লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই পদে যোগদান করেছেন। বিষয়টি আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) নিশ্চিত করেছেন চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহিদুল হক।
যোগদানকালে উপস্থিত ছিলেন— চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো.ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।
এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী।
যোগদান অনুষ্ঠানে চবি উপ-উপাচার্যদ্বয় প্রফেসর মমতাজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। একইসাথে তার দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। উপ-উপাচার্যদ্বয় বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারীকে তাঁর দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
যোগদানকালে প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ সকলের দোয়া কামনা করেন একইসাথে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।
জানা গেছে, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট (IOB) থেকে মাস্টার্স অব সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ থেকে (এমএসএস) প্রথম শ্রেণিতে ১ম স্থান, একই বিভাগ থেকে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (সম্মান) প্রথম শ্রেণিতে ১ম স্থান, নিজামপুর কলেজ থেকে (এইচএসসি) প্রথম বিভাগ এবং ১৯৯৪ সালে সিলুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে (স্টার মার্কসসহ) পাস করেন।
এছাড়াও প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, এমপিপিএল প্রোগ্রাম- ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (চট্টগ্রাম), সদস্য সচিব- স্যুভেনির উপকমিটি, ৫ম সমাবর্তন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সদস্য, চাকসু নির্বাচন সম্ভাব্যতা যাচাই কমিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সদস্য, পরিবহন মেরামত ও ক্রয় কমিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সদস্য, দলীয় রাজনীতি সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই কমিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সদস্য, স্টাফ অর্গানোগ্রাম সংক্রান্ত ইউনিফর্ম স্ট্যান্ডিং কমিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সদস্য, ঝুলন্ত সেতু নির্মাণ কমিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পেশাগত সম্পৃক্ততা রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ