চবির নতুন উপাচার্য হচ্ছেন প্রফেসর আবু তাহের

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আবু তাহের।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে প্রফেসর আবু তাহেরের ফাইলে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এটি ডি নথি আকারে মন্ত্রণালয়ে আসবে। এরপর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে।

নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ব্যাপক সমালোচিত। এর মধ্যে উপাচার্য পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সেখানকার জ্যেষ্ঠ শিক্ষকদের নাম সংবলিত একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায়। এরই ভিত্তিতে অধ্যাপক আবু তাহেরকে উপাচার্য নিয়োগ করা হচ্ছে।

প্রফেসর মো. আবু তাহেরের জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানকার কাঞ্চনা মাধ্যমিক বিদ্যালয়ের পর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেন তিনি।

কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন আবু তাহের। ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি ওই বিভাগের অধ্যাপক হন।

জানতে চাইলে প্রফেসর ড. আবু তাহের বলেন, চবির ভিসি হওয়ার বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন হাতে পাইনি। তাই এ বিষয়ে আপাতত মন্তব্য করতে পারছি না।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top