চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথমবর্ষ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় ভর্তি পরীক্ষায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এর আগে সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন।

এর মধ্য দিয়ে চবির সকল অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। যদিও বাকি রয়েছে কেবল সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্স বিভাগের (ডি২) এর পরীক্ষা। যেটি আগামী সোমবার (২৪ মার্চ) সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে।

‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ, উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ যুক্ত করা হয়েছে এবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ভর্তি পরীক্ষার্থী ছিলেন ৬০ হাজার ৫২২ জন। ‘ডি’ ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটে মোট আসন সংখ্যা ৯৮৮টি। আসনপ্রতি লড়েছেন প্রায় ৬০ জন শিক্ষার্থী।

‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ২০ হাজারের বেশি শিক্ষার্থী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top