চাটগাঁ নিউজ ডেস্ক : তীব্র গরমের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস অনলাইনে নেওয়া সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব অফিস নিয়মিত সময়সূচিতে চলবে।
তীব্র দাবদাহের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে পূর্ব ঘোষিত পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।
রোববার (২১ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের সম্মেলনে কক্ষে এক জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
তিনি বলেন, প্রচন্ড গরমে শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অফিসগুলো খোলা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের শাটল ট্রেন রেগুলার শিডিউলে চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
জরুরি এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ