চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত এই ইউনিটে পাসের হার ৫২ দশমিক ৩৯ শতাংশ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল চারটায় ফল প্রকাশ করা হয়।
এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৮৭২ জন; পাসের হাস শতকরা ৫২ দশমিক ৩৯ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৩৯ হাজার ৫২ জন শিক্ষার্থী।
মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৬৫ নম্বর।
‘এ ইউনিটের ‘ অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ‘এ ইউনিটে’ মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি।
গত ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে ফলাফল দেখা যাবে।
চাটগাঁ নিউজ/এসএ







