চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে প্রকাশিত করা হয়। এতে পাশ করেছে ৪০ হাজার ৮৬৬ জন। পাশের হার শতকরা ৫৩ দশমিক ৭ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেল। গত শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭ হাজার ২৫৯ জন। এরমধ্যে পাস করেছে ৪০ হাজার ৮৬৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৩৬ হাজাট ৩৯৩ জন। পাশের হার ৫৩ দশমিক ৭ শতাংশ। সর্বোচ্চ নাম্বার ১১০ ও সর্বনিম্ন নাম্বার ৫২.৪৬।
ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের https://www.facebook.com/ictcu?mibextid=ZbWKwL মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://admission.cu.ac.bd/ মাধ্যমে ভর্তি পরীক্ষার আইডি লগইন করে ফলাফল জানতে পারবে।
চাটগাঁ নিউজ/এমআর