চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের এক সিনিয়র শিক্ষকের সাথে বেয়াদবি ও অসৌজন্যমূলক আচরণ করেছেন একই বিভাগের জুনিয়র আরেক শিক্ষক। ওই শিক্ষকের বেয়াদবি ও অসৌজন্যমূলক আচরণের ভিডিওটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, চবির ওশানোগ্রাফি বিভাগের জুনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকার একই বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনকে বলছেন, তুই প্রফেসরগিরি দেখাস আমার সাথে? ফাজিল কোথাকার, তুই আমাকে বেয়াদব বললি কেন? তুই বেয়াদব বলার কে?
এটি ঘটেছিল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সভাপতির কক্ষে, যেখানে অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিনের সাথে সাইদুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। ঘটনাস্থলে একাধিকবার সাইদুল ইসলাম মোসলেম উদ্দিনের দিকে তেড়ে গিয়ে ধমক দেন।
জানা যায়, ২৬ নভেম্বর চবির প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ওশানোগ্রাফি বিভাগে পরিদর্শনে আসছিলেন। তার আগ মুহূর্তে সাইদুল ইসলামের দেরিতে আসার কারণ জিজ্ঞেস করতেই, তিনি এমন অসদাচরণ করেন। সাইদুল ইসলাম সিনিয়র শিক্ষককে গালিগালাজের পাশাপাশি তাকে দেখে নেওয়ারও হুমকি দেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির বিরুদ্ধে কটূক্তি করেন।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, সাইদুল ইসলাম গত ২৬ নভেম্বর প্রোভিসির পরিদর্শনকালে আমার কাছে বিভাগে দেরিতে আসার কারণ জানতে চাইলে অত্যন্ত অশোভন আচরণ করেন এবং আমাকে হুমকি দেন।
উল্লেখ্য , সাইদুল ইসলাম সরকার আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে পরিচিত। জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘোর বিরোধী হিসেবে পরিচিত হওয়ায়, ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/ইউডি