চবিতে শুরু হচ্ছে গবেষণা ও উদ্ভাবন মেলা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গবেষণাকর্ম ও উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা ও বিজ্ঞান মেলা-২০২৫।

এই মেলায় শতাধিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও গবেষণা ইনস্টিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা জানিয়েছেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সিইউআরএইচএসের সদস্য সচিব অধ্যাপক ড. অলক পাল ও গবেষণা, উদ্বোধন ও প্রকাশণা মেলার পরিচালক অধ্যাপক ড. আদনান মান্নান।

আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রাঙ্গণে এই গবেষণা ও উদ্ভোদন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

মেলায় ‘জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা’-এর উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। মেলায় বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবনা পরিবেশন করবেন বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তারিক আরাফাত।

এ ছাড়া গুগলের সেরা বিজ্ঞানী পদকপ্রাপ্ত গবেষক ও যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইয়াসির খান এতে উপস্থিত থাকবেন।

গবেষণা মেলায় প্রায় ১২০ এর অধিক স্টলে গবেষণাকর্ম ও বিগত বছরের গবেষণায় অবদান সমূহ তুলে ধরা হবে। চট্টগ্রাম স্কুলসূমহের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্ষুদে গবেষক’ পর্ব, হাইলাইটেড রিসার্চ টক ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শিশু-কিশোরদের রোবট-শো।

এ ছাড়া ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ সেরা গবেষক সম্মাননা, উদীয়মান গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক অ্যাওয়ার্ড, সেরা গবেষণা প্রকল্প, সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর গবেষণা, সেরা গবেষণা শিক্ষার্থী, সেরা বই প্রকাশনা এবং সেরা উদ্ভাবনসহ মোট আটটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে।

উল্লেখ্য, জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫” দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top