পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই মাসের ১৫ তারিখ থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত ৪৫ দিনের মেস ভাড়া ৫০ শতাংশ মওকুফ করা হয়েছে।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) কটেজ মালিক সমিতি ও কটেজে অবস্থানরত ছাত্রদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর নুরুল হামিদ কাকন।
তিনি জানান, কটেজ মালিক সমিতির তালিকাভুক্ত সকল কটেজে এই আদেশ বাস্তবায়ন হবে। যারা ইতিপূর্বে ভাড়া পরিশোধ করেছে ওই ভাড়ার টাকা পরবর্তী মাসের ভাড়ার সাথে যুক্ত করে দেওয়া হবে। প্রক্টরিয়াল টিম সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ