চবিতে পোষ্য কোটা বাতিল না করলে আমরণ অনশনের হুঁশিয়ারি 

চাটগাঁ নিউজ ডেস্ক: চবিকে পোষ্য কোটামুক্ত করতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। এসময় পোষ্য কোটাকে তারা পশুর কোটার সাথে তুলনা করেন।

শিক্ষার্থীরা বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা প্রশাসন আমাদের আশাহত করছে। তারা স্বাধীন ক্যাম্পাসেও পোষ্য কোটার মতো অমূলক কোটা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ কথা বলেন। এসময় আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে প্রশাসন এ কোটা বাতিল না করলে আমরণ অনশনেরও ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচি পালনকালে বাংলা বিভাগের ছাত্র শুভ আহমেদ বলেন, কোটার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি আমার একটি চোখ হারিয়েছি, প্রয়োজনে আরও একটি চোখ দেব তবুও চবিকে পোষ্য কোটামুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।

চবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান বলেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশে পোষ্য কোটা নিয়ে আন্দোলন করা আমাদের জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকতা-কর্মচারীরা বেঁচে থাকতে তো নানা সুযোগ-সুবিধা ভোগ করেই আবার মৃত্যুর পরও কেন্দ্রীয় কবরস্থানে সুযোগ পায়। সেখানে তাদের সন্তানদের কোটা দেওয়া কতটা যৌক্তিক প্রশাসনের কাছে সেটা আমার প্রশ্ন! স্বাধীন বাংলাদেশে কোটার সঙ্গে আপস করা মানে শহীদদের সঙ্গে বেঈমানি করা। তাই প্রশাসনের কাছে দাবি তারা যেন কোটাবিহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটা শুধু আমাদের নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জাজনক। জুলাই পরবর্তী বাংলাদেশেও আমাদের কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। যে প্রশাসন শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদের রক্তের ওপর বসে আছে তাদের কাছে খুনিদের বিচার চাইতে হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যদি প্রশাসন এখনো বিচারের নামে তালবাহানা করে, শান্তি কমিটির নামে কোনো তালবাহানা করে, তাহলে শিক্ষার্থীরা খুনিদের বিচার নিশ্চিত করতে বাধ্য হবে।

আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের আলোচনায় ডাকার দরকার নাই, জুলাই অভ্যুত্থানেও আমাদের সিদ্ধান্ত রাজপথে হয়েছে এবারও আমাদের সিদ্ধান্ত রাজপথেই জানিয়ে দিচ্ছি, পোষ্য কোটা নামক প্রহসনমূলক কোটা আগামীকাল ১২টার মধ্যে বাতিল করতে হবে। যদি তা না করা হয় আমরা আগামীকাল থেকে আমরণ অনশনে যেতে বাধ্য হবো।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top