চবিতে নারী শিক্ষার্থীদের অশালীন বার্তা পাঠিয়ে আটক ভুয়া শিক্ষার্থী

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিনহাজ ইসলাম রিফাত নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে দাবি করে আসছিল।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। এরপর অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন।

আটক মিনহাজ চট্টগ্রামের আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে বলে তার কাছে থাকা পরিচয়পত্র সূত্রে জানা যায়। সে দীর্ঘদিন ধরে চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে আসছিল। এছাড়া শিক্ষার্থী পরিচয়ে অর্থনীতি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের নানা কুরুচিপূর্ণ মন্তব্য পাঠাতো বলেও অভিযোগ রয়েছে।

চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৃজিতা বলেন, আমরা অনেক আগে থেকেই তার কথা শুনে আসছি। আমাদের বিভাগের অনেক মেয়েকে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছে। সে আমাদের ব্যাচের শিক্ষার্থী বলে দাবি করে আসছিল। কিন্তু আমি যেহেতু ব্যাচের সিআর, তাই সবাইকে চিনি। ফলে বুঝতে পেরেছি, সে ভুয়া শিক্ষার্থী। তাকে আমরা হাতেনাতে ধরতে পেরেছি।

চবি’র সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা তাকে আটক করেছি। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়- এটা নিশ্চিত হয়েছি। তার কাছে একটি পরিচয়পত্র পাওয়া গেছে, সে ফটিকছড়ির আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচিত একটি হসপিটালে চাকরি করছে।

তিনি আরও বলেন, এই ভুয়া শিক্ষার্থী চবি’র বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। আমরা আশঙ্কা করছি, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসব কাজ করছে। আমরা তাকে নিরাপত্তা দপ্তরে পাঠিয়েছি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top