পড়া হয়েছে: 41
চাটগাঁ নিউজ ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম।
বরখাস্ত হওয়া দুই সহকারী রেজিস্ট্রার হলেন- চবির সাবেক উপাচার্য অধ্যাপক শিরীন আখতারের একান্ত সহকারী (পিএস) সাহাবুদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুশিবুর রহমান।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, বিগত প্রশাসনের সময়ে দুইজন সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন ও মুশিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ