চবিকে বহিরাগত মুক্ত করতে অভিযান : ৩০ মোটরসাইকেল জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। এসময় ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের নিপোবন, জিরো পয়েন্ট ও শহিদ মিনার এলাকার ৩টি পয়েন্টে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে প্রক্টরিয়াল বডি। তবে অভিযানকালে কাউকে আটক করা হয়নি।

সহকারী প্রক্টর ড. লিটন মিত্রের নেতৃত্বে অভিযানে ছিলেন সহকারী প্রক্টর এনামুল হক ও সহকারী প্রক্টর তানভীর হাসান। তদের সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানে বহিরাগতদের ৩০ টি মোটরসাইকেল জব্দ করে বিশ্ববিদ্যালয়ের ফাঁড়িতে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান চালানো হয়েছে। শিক্ষার্থী ব্যতীত অন্য যারা ক্যাম্পাসে এসে বিশৃঙ্খলার কাজের সঙ্গে লিপ্ত হয়, যা পরবর্তীতে শিক্ষার্থীদের ওপর পড়ে। আমরা চাইব বিশ্ববিদ্যালয় যেন শৃঙ্খলা বজায় থাকে। এরই অংশ হিসেবে আজকের অভিযান।

তিনি বলেন, এ অভিযান চলমান থাকবে। সামনে আমরা চট্টগ্রাম জেলা পুলিশ থেকে সার্জেন্ট এনে সরাসরি মামলা দেওয়ার পরিকল্পনা নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জয়নুল আবেদীন বলেন, প্রক্টরিয়াল বডির নির্দেশক্রমে আমরা কিছু বহিরাগত মোটরসাইকেল আটকিয়ে তাদের কাগজপত্র আছে কি-না, চেক করেছি।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top