পড়া হয়েছে: ৩৬
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ জ্ঞানসেন তনচংগ্যা নামে এক যুবককে আটক করা হয়।
তিনি রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের নাড়ামুখ পাড়ার বাসিন্দা বলে জানান,চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।
বুধবার (২০ মার্চ) দুপুরে ২ টা ৪০ মিনিটে চন্দ্রঘোনা থানার এসআই মো: মকবুল হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স রাইখালী বাজারস্থ থানা সাম্পানঘাট মোড় আলম স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে আটক হয়।
এই ব্যাপারে থানার এসআই মো: মকবুল হোসেন বাদি হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন।
আসামিকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ওসি আনছারুল করিম।
চাটগাঁ নিউজ/এমআর