চন্দনাইশ বরকলে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্বামী মো. রিজুয়ান (৩০) কে। সে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাজিম চেয়ারম্যান বাড়ির গোলাম শরীফের পুত্র।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে সাদিয়া সুলতানা আলভী (১৯) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আলভীর সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র রিজুয়ানের ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন আলভীকে নির্যাতন করতো।

স্থানীয়দের দাবি,  আলভীর স্বামী একজন মানসিক ভারসাম্যহীন যুবক। বুধবার ভোরে সে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আলভীর মরদেহ বাথরুমে পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, স্বামী রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এদিকে ভিকটিম আলভীর মামা নাজিম উদ্দীন জানান, ঘাতক রিজুয়ান কোন মানসিক রোগী নয়। বিগত এক দেড় মাস আগে ব্যবসা করার জন্য সে ৩ লাখ টাকা দাবি করে শ্বশুরের নিকট। টাকা দিতে না পারায় তার উপর নির্যাতন শুরু করে রিজুয়ান। ঘটনার দিন রাতে আমার ভাগনিকে মেরে বাথরুমে ঢুকিয়ে রাখে। খবর পেয়ে আমরা সকালে সেখানে গেলে ঘাতক রিজুয়ান ঘুম ছিল। আমাদের উপস্থিতির খবর পেয়ে সে তড়িগড়ি করে ঘুম থেকে উঠে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আলভীর লাশ বাথরুম থেকে টেনে বের করে।

এ সময় সে পাগল সেজে পরনের কাপর-ছোপড় খুলে উলঙ্গ হয়ে যায়। এদিকে এলাকার কিছু ব্যক্তি তাকে পাগল সাজানোর জন্য চেষ্টা চালাচ্ছে। মূৃলত টাকা না পেয়েই তাকে গত রাতে মারধর করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top