চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবু তৈয়বকে দাপ্তরিক দায়িত্ব প্রদান

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরো গতিশীল ও স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষে চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আবু তৈয়বকে দাপ্তরিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ৩ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাসুদ সিকদার এর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা এর সিন্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতার প্রয়োজনে চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তৈয়বকে চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের দাপ্তরিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

এইদিকে আবু তৈয়বকে এই দাপ্তরিক দায়িত্ব প্রদান করায় চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কাঞ্চননবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন।

Scroll to Top