চন্দনাইশ ইউপি চেয়ারম্যান খুলশীতে আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মোঃ আবদুর রহিমকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মুজিবুর রহমান। গত ৪ ফেব্রুয়ারি নগরীর খুলশী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ আবদুল রহিম দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া চট্টগ্রাম চন্দনাইশের ৪নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, তাকে পাঁচলাইশ থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top