চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদ ও ৪ দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গাছবাড়ীয়া কলেজ গেটে এই অবরোধ সৃষ্টি করায় প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটারেরও বেশি এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার মধ্যরাতে পটিয়া থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চন্দনাইশের নগরপাড়া এলাকায় হামলার শিকার হন হাসনাত আবদুল্লাহ (২২) ও মো. মাঈন উদ্দীন (২১) নামের দুই বৈষম্যবিরোধী নেতা। অটোরিকশা করে ফেরার সময় মুখোশধারী একদল লোক তাদের ওপর হামলা চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসনাত আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত নেতাদের দাবি, চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমের বিরুদ্ধে মানববন্ধন করার কারণে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে।
মহাসড়ক অবরোধকালে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের জন্য ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদের প্রার্থিতা বাতিল করা, গ্রেপ্তারি পরোয়ানা মূলে জসিম উদ্দীনকে আটক করা, তার সকল ‘কালো টাকা’ জব্দ করা এবং নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজুকে গ্রেপ্তার করা।
অবরোধ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় আলোচনা করেন মেজর আসিফ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব হোসেন এবং সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ।
পরবর্তীতে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা মোবাইল ফোনে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ মিয়া জানান, আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদ তার এক ফেসবুক লাইভে দাবি করেছেন, এই ঘটনার সাথে তিনি বা তার কোনো কর্মী জড়িত নন। তার মতে, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই ঘটনা সাজিয়েছে।
অবরোধ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল আলম, চবি সংগঠক এহসানুল হক লাবিব, সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ।
চাটগাঁ নিউজ/জেএইচ






