চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশ দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে রোহিঙ্গা মাদকসম্রাজ্ঞী রহিমা বেগম (৪০)কে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার মাদককারবারি রহিমা বেগম ওই কলোনির রোহিঙ্গা ওসমানের স্ত্রী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ের ব্রিজ সংলগ্ন বার্মা কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্মা কলোনির প্রতিটি পরিবারে মাদকব্যবসা চলছে, গোপন এমন সংবাদের ভিত্তিতে চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একদল সেনাসদস্য অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা মাদকসম্রাজ্ঞী রহিমা বেগমের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি ছোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ওই মাদকসম্রাজ্ঞীকেও। পরবর্তীতে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদককারবারি রহিমা বেগমকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন