পড়া হয়েছে: ৫৮
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বদুর পাড়া এলাকায় হাজী বশরত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের ভাড়া করা একটি গাড়ি ভাঙচুর ও চালককে পিটিয়ে আহত করা হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাটগাঁ নিউজ/এমআর