চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে তিনটি ঈগল পরিবহনের বাসকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
অভিযানে বাসগুলোর বিরুদ্ধে যে অপরাধগুলো ধরা পড়ে, তা হলো প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, ফিটনেস সনদের অনুপস্থিতি, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো।
অভিযানের সময় স্থানীয় পুলিশ প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
প্রতিদিনের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
চাটগাঁ নিউজ/এমকেএন