চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষ হওয়া নিয়ে বিরোধ-সংঘর্ষ, আহত ৯

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি মাদ্রাসার অধ্যক্ষকে পুনর্বহালের ঘটনায় বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন।

রোববার (২৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নে জাফরাবাদ ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন— জাহেদুল ইসলাম (২২), আরমানুল হক (২১), জাহেদ (২১), এনামুল হক (৩৫), মোহাম্মদ আরিফ (২৭), মোহাম্মদ জমির (২৫), মো. শাহজাহান (৪০), মো. হাছান (৪৫) ও হিরু (২৬)। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, গত ২৫ আগস্ট জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল গফুরকে ওই মাদ্রাসার কতিপয় শিক্ষক ও শিক্ষার্থী পদত্যাগপত্র দিতে বাধ্য করেন। পরে তাকে (অধ্যক্ষ) মাদ্রাসায় আর আসতে না দিলে বিষয়টি তিনি লিখিতভাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), চট্টগ্রাম জেলা প্রশাসক ও মাদ্রাসা অধিদপ্তর বরাবরে অভিযোগ করেন।

এর ৮ মাস পরে পদাধিকার বলে মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) গোলাম মোরশেদ খান ওই অধ্যক্ষ আবদুল গফুরকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন।

নির্দেশ পেয়ে তিনি আজ রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মাদ্রাসায় উপস্থিত হলে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় স্লোগান দেন।

এ সময় এলাকাবাসীসহ অনেকে এর প্রতিবাদ জানালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের প্রায় ৯ জন আহত হন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো কোনো অভিয়োগ পাইনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top