চন্দনাইশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্ম উপদেষ্টা

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার ও মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন আ. ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সহকারি কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার ওসি মোঃ নুরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, জামায়াতের সম্ভাব্য প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন, চন্দনাইশ জামায়াতের আমীর মাও. মোহাম্মদ কুতুবউদ্দিন, পৌর জামায়াতের আমীর কাজী কুতুবউদ্দিন, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আব্দুল মন্নান প্রমুখ।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top