চন্দনাইশে ব্যবসায়ীর মোবাইল নগদ টাকা ছিনতাইয়ে গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারে এক ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে দোহাজারী বাজারে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা যায়।

জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদখালী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. গিয়াস (২৭) দীর্ঘদিন ধরে দোহাজারী বাজারে কাঁচামালের ব্যবসা করেন। অন্যদিনের মতো মঙ্গলবার রাত ১টার দিকে রাজশাহী থেকে ট্রাকে করে আনা কাঁচামাল আনলোড করার সময় তার ভাইসহ অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ফোন ও নগদ ৯০ হাজার ৪৩০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পরদিন বুধবার বিষয়টি দোহাজারী বাজার কমিটিকে জানানো হলে কমিটির সহায়তায় ওদিন বিকেল ৪টার দিকে মো. আবির হোসেনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top