চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকা অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ বাদশা মিয়া (২৫), আব্দুল আজিজ মুন্না (২২)। তাদের দুই জনের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলীর বিল এলাকার বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ এলাকায় বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামক বাসের পিছনের সিটের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/ ফয়সাল/ ইউডি