চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে বাসের ধাক্কা

চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশ গাছবাড়িয়া মাজার পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১১ মে) ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া মাজার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার ভোর ৫টার দিকে বেঙ্গল পরিবহন লিমিটেডের এসি স্লিপার বাস ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি গাছবাড়িয়া মাজার পয়েন্টের ব্রিজের উত্তর পাশে পায়রা মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায় গাড়ির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার সাজেন্ট ওমর ফারুক জানান, গাড়িটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top