চন্দনাইশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে বালু মহাল নিয়ে বিরোধের জের ধরে চাঁদাবাজির মামলায় বরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চর বরমা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব চর বরমা ৯ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বালুর স্তুপ নিয়ে ঠিকাদারের সাথে স্থানীয় ১টি মহলের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে স্থানীয় মহলটি ঠিকাদারের নিকট চাঁদা দাবি করে। বিভিন্ন সময় অসময়ে ঠিকাদারের বালু পরিবহনের গাড়িতে বাধা প্রদানসহ কর্তব্যরত ম্যানেজার জাহাঙ্গীর আলমকে মারধর করে।

ঠিকাদারের পক্ষ থেকে এসব ব্যাপার নিয়ে স্থানীয় লোকজনের সাথে বহুবার বৈঠক ও আলোচনা করো হয়েছে। এতে কোনো সুফল না পাওয়ায় গত ১০ মার্চ ঠিকাদার নুরুল আমিন চন্দনাইশ থানায় ১৭ জনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্ত ১৭ জনের মধ্যে বরমা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হককে পুলিশ গ্রেপ্তার করে আজ বুধবার আদালতে চালান করে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top