চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান স্বজনরা।
মৃত্যুবরণকারী শ্রমিকরা হলেন- চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার নাসির উদ্দীনের ছেলে মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজারের মো. ইউসুফ (৩০)।
মো. ইদ্রিসের ভাই মো. আবু তালহা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তার বড় ভাইসহ ৪ জনকে ঢাকায় পাঠানো হয়।সেখানে ২ জনের মৃত্যু হয়।
চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শ্বাসনালী পুড়েছে। পাশাপাশি শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।
উল্লেখ্য, চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী ভুইয়া বাড়ি এলাকার মৃত কবির আহমদের ছেলে মাহাবুবুল আলমসহ একটি সিন্ডিকেট প্রায় ১ বছর পূর্ব থেকে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস ক্রসফিলিং কারখানা গড়ে তোলে। একটি বড় সেমিপাকা গুদাম ঘরে তারা গ্যাসের সরকারি বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রসফিলিং করে বাজারজাত করে আসছিল চক্রটি। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ওই গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
এতে অগ্নিকাণ্ডে দগ্ধ হন মাহাবুবুল আলম (৪৭), শ্রমিক মোহাম্মদ ইউসুফ (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালেহ (৩৩)।
চাটগাঁ নিউজ/এমকেএন