চন্দনাইশে ওয়ান শুটার রাইফেলসহ যুবলীগ নেতা আটক

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডে চৌধুরী পাড়ায় ২০ দিনের নজরদারির পর অবশেষে একটি ওয়ান শুটার রাইফেলসহ চন্দনাইশে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম মো. মিজান (৩০)।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।

চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, যুবলীগ নেতা মো. মিজানের নিকট অস্ত্র থাকার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেয়ে তার উপর নজরদারি শুরু করা হয়। ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চন্দনাইশ চৌধুরীপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে যুবলীগ নেতা মো. মিজানকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। পরে আটককৃত মিজানকে চন্দনাইশ থানা পুলিশে সোপর্দ করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top