চন্দনাইশে ঈগল পরিবহনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশে মহাসড়ক পারাপারের সময় ঈগল পরিবহনের ধাক্কায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম চন্দনাইশ নগরপাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর হাসান শাহ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর হাসান শাহ মাজার সংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী ঈগল পরিবহনের (চট্টগ্রাম-জ-১১-২০৪৭) ধাক্কায় পথচারী রফিকুল ইসলাম কোম্পানি গুরুতর আহত হয়। তাকে মুমুর্ষ অবস্থায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রফিকুল ইসলাম মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনায় কবলিত ঈগল পরিবহন বাসটি আটক করলেও চালক-হেলপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top