পড়া হয়েছে: ৬২
চাটগাঁ নিউজ ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, জসিম উদ্দিন চন্দনাইশ উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান। পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কক্সবাজারের রামাদা পাঁচ তারকা মানের হোটেলেরেও মালিক তিনি।
চাটগাঁ নিউজ/জেএইচ