চাটগাঁ নিউজ ডেস্ক : ১ শত ১৮ কোটি টাকা ঋণখেলাপির দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।
আজ বরিবার (২৬ মে) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মোঃ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। রায়ে আগামী ৩০ মে`র মধ্যে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমদকে গ্রেপ্তার করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় আদালত।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, পদ্মা ব্যাংকের ৬০ কোটি টাকা ও সোনালী ব্যাংকের ১১ কোটি টাকাসহ বিভিন্ন ব্যাংকের ১১৮ কোটি টাকা ঋণ খেলাপী জসিম উদ্দিন।
চট্টগ্রামের জেসিকা গ্রুফের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানা জুহিকে গত ৩০ মার্চ অর্থঋণ আদালতের একটি মামলায় ৫ মাসের কারাদণ্ড দেন।
তাদের বিরুদ্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু থাকলেও জসিম উদ্দিন কিভাবে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন এ বিষয়ে ব্যাখা চেয়েছেন আদালত।
আসন্ন উপজেলা নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জসিম উদ্দিন।
আদালতে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ৬০ কোটি ও সোনালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ১১ কোটি ৬৩ লাখ টাকা ঋণ নেওয়ার কথা উল্লেখ করলেও খেলাপির ঘরে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নহে’।
চাটগাঁ নিউজ/এসআইএস