পড়া হয়েছে: 9
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চমান সহকারী মো. ইউসুফ। যার নিয়োগ থেকে পদোন্নতি পর্যন্ত পদে পদে দুর্নীতি আর অনিয়ম। যার অদৃশ্য কর্তৃত্ব চলে চমেক হাসপাতালে। যার কাছে অসহায় চমেকের ডাক্তার থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মচারী পর্যন্ত।
দুই ধরণের জন্মতারিখ সম্বলিত দুটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মো. ইউসুফ চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগ পেলেও পদোন্নতি পেয়ে হয়ে গেছেন উচ্চমান সহকারী। এই পর্যন্ত রাস্তাটি পেরিয়ে আসতে তাকে তেমন কোন বেগও পেতে হয়নি। কাদের ছত্রছায়ায় কিভাবে তিনি এ রাস্তা পেরিয়ে এসেছেন?
সেই উচ্চমান সহকারি মো. ইউসুফকে নিয়ে সি প্লাস টিভির অনুসন্ধানী প্রতিবেদন…….
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ