চট্টগ্রাম–৯ (বাকলিয়া–কোতোয়ালী) আসনে কে কোন প্রতীক পেলেন

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম–৯ (বাকলিয়া–কোতোয়ালী) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা প্রতীক, জাতীয় পার্টির সানজিদ রশিদ চৌধুরীকে লাঙ্গল প্রতীক, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদকে চেয়ার প্রতীক, ন্যাপের মিটল দাশগুপ্তকে গাড়ী প্রতীক, ইসলামী ফ্রন্টের আবু আজমকে মোমবাতি প্রতীক, কল্যাণ পার্টির মুহাম্মদ নূরুল হোসাইনকে হাতঘড়ি প্রতীক ও তৃণমূল বিএনপির সুজিত সাহাকে সোনালী আঁশ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীগণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা সকলেই নির্বাচনে বিজয়ী হতে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন।

Scroll to Top