চট্টগ্রাম-৯ আসনের ৬ প্রার্থী এক মঞ্চে, নবায়নযোগ্য জ্বালানি প্রসারের অঙ্গীকার

চাটগাঁ নিউজ ডেস্ক : আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে সিভিল সোসাইটি নেটওয়ার্ক (জেটনেট-বিডি)।

সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে নেটওয়ার্ক সদস্য পার্ক’র প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্নার সভাপতিত্বে ও উৎপল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় একমঞ্চে সমবেত হয়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের ছয় প্রার্থী।

এরা হলেন- বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক, বাসদের (মার্কসবাদী) মো. শফি উদ্দিন কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, গণসংহতি আন্দোলনের সৈয়দ মো. হাসান মারুফ। প্রার্থীরা নাগরিক সমাজের সামনে তাদের নিজের পরিকল্পনা তুলে ধরেন।

“পরিচ্ছন্ন জ্বালানি, ন্যায্য ভবিষ্যৎ: নীতি নির্ধারণনের সময় এখন” প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত মতবিরিময় সভায় বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এসময়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে জ্বালানির রূপান্তর আজ অত্যাবশ্যকীয়। এ থেকে পিছিয়ে থাকার আর একমুহূর্তও সময় নেই। তাই জাতীয় অস্তিত্বের স্বার্থে তিনি নির্বাচিত নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে যথাযথ নীতি প্রনয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

ডা. একেএম ফজলুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এদেশে জ্বালানির ন্যায্য রূপান্তর আজ সময়ের দাবি। নির্বাচিত হলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে তিনি অংশগ্রহণমুলক ও অন্তর্ভুক্তিমুলক কার্যকর ব্যবস্থা গ্রহনে নীতি নির্ধারনী পর্যায়ে ভুমিকা রাখবেন।

এতে নেটওয়ার্ক -সদস্য সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, লিটন চৌধুরী, মোহাম্মদ আলী শিকদার, জোবায়ের ফারুক, সিভিল সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন এএসপি (অব.) মোফাজ্জল আহমদ খান, কবি নবাব শরীফ, সংহতি প্রকাশ করেন জেন্ডার স্পেশালিস্ট কামরুন নাহার শম্পা, পুলিশ পরিদর্শক (অব.) মো. শামছুল ইসলাম, সংস্কৃতিক কর্মী নার্গিস চৌধুরী, শিক্ষক প্রতিনিধি লায়লা খালেদা, নারীনেত্রী ছায়েরা বেগম ,সজল দে, রাসেল উদ্দিন, ইশরাকুল মিয়া, ইসমাইল মিন্টু, ইশারাত নুর প্রমুখ।

এতে অংশগ্রহণ করেন উপকুল সমাজ উন্নয়ন সংস্থা, সংশপ্তক, পার্ক, বিবিএফ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডিডিআরসি, সবুজের যাত্রা, আইএসডিই-বিডি, ওডেব, হোপ ফাউন্ডেশন, সিএসডিএফ, চাটঁগা ভাষা পরিষদ, পিস মেকার্স নেটওয়ার্ক, সিবিও ও নেটওয়ার্ক।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top