চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন যাচাই: বৈধ ৭, বাতিল ২

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ (বোয়ালখালি–চান্দগাঁও) আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, আর ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারী) বিভাগীয় কমিশনার, রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, মনোনয়ন প্রদানকারী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোট ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় ও ২জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যারা বৈধ হলেন- এরশাদ উল্লাহ (বিএনপি), মোহাম্মদ এমদাদুল হক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোহাম্মদ নুরুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু নাছের (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ এনায়েত উল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. জোবাইরুল হাসান আরিফ (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) এবং সৈয়দ মুহাম্মদ হাসান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।

বাতিল প্রার্থীরা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সেহাব উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরী।

এতে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সেহাব উদ্দীনের মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ ছিলো দলীয় মনোনয়নে নমুনা স্বাক্ষর গ্রহণযোগ্য না হওয়ায়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরী মনোনয়ন পত্র বাতিলের কারণ হিসেবে উল্লেখ ছিলো ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকা।

উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন পত্র অবৈধ প্রার্থীগণ আপিল দায়ের করতে পারবেন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। এতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top